Sunday, December 6, 2020

হাইপোথিসিস -১

 রোকনুজ্জামান রিপন 

গত বেশ কিছুদিন ভাবছি আমাদের ইমিউনিটি সিস্টেম নিয়ে।কি এক অদ্ভুত উপায়ে দেহ আমাদের দেহের সকল জীবাণুর বিরুদ্ধে এন্টিবডি তৈরি করে।যেই মাত্র আমাদের দেহে বহিরাগত জীবাণু প্রবেশ করে ঠিক তখন থেকেই এন্টিবডি তৈরির কাজ শুরু হয়ে যায়।এর কারনটা কি?

আমরা কি দেহে কোন জীবাণু না প্রবেশ করিয়ে এন্টিবডি তৈরি করতে পারিনা?

মূল ব্যাপার হল আমাদের মস্তিষ্ক কমান্ড করে বলেই এন্টিবডি তৈরি করে।আমরা কি প্রবল বিশ্বাস নিয়ে নিয়ে অর্থাৎ আমাদের মস্তিষ্ককে যদি বিশ্বাস করাতে পারি যে আমি ক্যান্সার প্রতিরোধ করতে পারবো,তাহলে কি কোন ওষুধ ছাড়া এন্টিবডি তৈরি সম্ভব?

অর্থাৎ ক্যান্সারের ঔষধ হবে বিশ্বাস। শুধু বিশ্বাস নয় আত্নবিশ্বাস।

এ বিষয়ে একটা পর্যবেক্ষন চালাতে পারি।শুধু ক্যান্সার রোগ নয় যে কোন রোগের ক্ষেত্রে আমরা এটা পর্যবেক্ষণ করতে পারি।

No comments:

Post a Comment

হাইপোথিসিস -১

  রোকনুজ্জামান রিপন  গত বেশ কিছুদিন ভাবছি আমাদের ইমিউনিটি সিস্টেম নিয়ে।কি এক অদ্ভুত উপায়ে দেহ আমাদের দেহের সকল জীবাণুর বিরুদ্ধে এন্টিবডি তৈর...